দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শোকাবহ আগস্টের প্রথম দিন শোকর্যালি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রুহিয়া থানা আওয়ামী লীগের আয়োজনে রুহিয়া থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি শোক র্যালি শুরু হয়।র্যালরটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন রুহিয়া থানা আ.লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,সহ সভাপতি অনিল কুমার সেন,
সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সহ দপ্তর সম্পাদক গণেশ চন্দ্র সেন,১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু,ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আ.লীগের সাধারণ-সম্পাদক নুর ইসলাম নুরু,২১নং ঢোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, আওয়ামী যুবলীগের সভাপতি হাসিনুর ইসলাম,সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা,রুহিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ প্রমুখ।
বিপি/কেজে