আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে অটো ছিনতাই ও চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, চোরইকৃত অটো উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। গত ১৪ জুলাই পঞ্চগড় জেলার তেতুলিয়া বাইপাস রাস্তা থেকে একটি ব্যাটারী চালিত অটো চুরি হয়।
সেই চুরিকৃত অটো ডোমার দিয়ে রংপুর শহরে বিক্রি করার জন্য যাবে চোর চক্র। এমন সংবাদ ডোমার থানা পুলিশ জানতে পেরে অভিযান চালাতে থাকে। বুধবার রাতে ডোমার থানার এসআই কাওছার আলী,এএসআই ফজলে রাব্বি ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ডোমার হরিণচড়া এলাকার ম্যাক্সপেট্রোল পাম্প এলাকা থেকে চোর চক্রের ৩সদস্যকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকেচোরাইকৃত অটো উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রংপুর মাহিগঞ্জ এলাকার মৃত খজিমুদ্দিনের ছেলে খাদেমুল ইসলাম (৩৪), বোদা উপজেলার কাজলদিঘি এলাকার জহির উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২২) এবং পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ এলাকার আমিনুর রহমানের ছেলে শামিম ইসলাম (২০)। ডোমারথানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান চক্রটি দীর্ঘদিন যাবত পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় অটো চুরি ও ছিনতার করে আসছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিপি/কেজে