Home Uncategorized সব রোহিঙ্গাদের ফেরত নিতে প্রস্তুত মিয়ানমার

সব রোহিঙ্গাদের ফেরত নিতে প্রস্তুত মিয়ানমার

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset


বাংলাপ্রেস অনলাইন: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা স্বেচ্ছায় ফিরতে চাইলে মিয়ানমার তাদের সবাইকে ফেরত নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থায়ুং তুন।

শনিবার (২ জুন) সিঙ্গাপুরে অনুষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, ৭ লাখ রোহিঙ্গাকে যদি তাদের ইচ্ছা অনুযায়ী পাঠানো হয়, তাহলে মিয়ানমার সরকার তাদের গ্রহণ করবে। বরাবরের মতো এদিনও জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করে মিয়ানমার।

দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, রাখাইনে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের মতো কোনো ঘটনা ঘটেনি। যারা মিয়ানমারকে অভিযুক্ত করে তাদেরকে প্রমাণ দেয়ার আহ্বান জানান তিনি। একই অনুষ্ঠানে রোহিঙ্গা সঙ্কট সমাধানের ওপর গুরুত্বারোপ করেন ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী রায়ামিজার্দ রায়সুদু। আইএসের মতো জঙ্গিগোষ্ঠীগুলো রোহিঙ্গাদের নিজেদের দলে টানতে পারে বলেও সতর্ক ।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী