দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২ শতাধিক কৃষকের মাঝে ফলদ ও বনজ জাতীয় গাছের চারা বিতরণ করা হয়েছে।
২৫ আগষ্ট রবিবার দুপুরে ইনতেফা কোম্পানির পক্ষ থেকে স্থানীয় কৃষকদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। ঠাকুরগাঁওয়ের ১নং রুহিয়া ইউনিয়নের মধুপুর এলাকায় স্থানীয় কৃষকদের মাঝে চারা বিতরণকালে উপস্থিত ছিলেন, ইনতেফা কোম্পানীর এরিয়া ইনচার্জ মো: আজিজুল হক, সিনিয়র মার্কেটিং অফিসার মো: মাবুদ ,উপ-সহকারি কৃষি কর্মকর্তা জুয়েল ইসলাম ও তপন কুমার এবং ইনতেফা কোম্পানীর ডিলার মো: হবিবর রহমান প্রমুখ।
বক্তারা বলেন,সাম্প্রতিককালে ঝড় বৃষ্টি বাদল,বন্যা,খরা ,বজ্রপাত ইত্যাদি বেড়ে গেছে বৈশ্বিক আবহাওয়ার বিরুপ আচড়নের কারণে। এর প্রধান কারণ বৃক্ষের বা বনজ সম্পদ কমে যাওয়া।পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু মানুষের উপযোগী করতে হলে বেশি করে গাছপালা লাগাতে হবে।কারণ জলবায়ু নিয়ন্ত্রণকারী হিসেবে বৃক্ষের ভূমিকা অপরিসীম।এই বিবেচনায় কৃষকদের ফসল উৎপাদনের পাশাপাশি বেশি করে গাছপালা রোপনের গুরুত্ব তুলে ধরা হয়।
বিপি>আর এল