Home খেলা দলকে ড. ইউনূস এবং ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

দলকে ড. ইউনূস এবং ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই টেস্টেই জিতে পাকিস্তানকে ‘বাংলাধোলাই’ দেওয়ায় দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এছাড়া ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় দলের সকল ক্রিকেটার ও স্টাফকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঐতিহাসিক টেস্ট জয়ের পর দলের অধিনায়ককে ফোন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে তাকে এবং দলের সকলকে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানান তিনি।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনে প্রধান উপদেষ্টা অধিনায়ককে বলেছেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত।’ বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরলে তাদের সংবর্ধনা দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পাকিস্তানে টেস্ট সিরিজ জেতায় দলকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে পাওয়া গণঅভ্যুত্থানের সুফল ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, ‘পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইটওয়াশ করা কিংবা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতা, সবকিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন। দুর্নীতি এবং রাজনৈতিক বলয় থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখলে আরও সাফল্য আসবে। সেজন্য সর্বাত্মক চেষ্টা চলছে।’

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী