Home প্রবাস নিউ ইয়র্কে ‘জাতীয় সঙ্গীত’ রক্ষার দাবিতে শতকন্ঠে আমার সোনার বাংলা

নিউ ইয়র্কে ‘জাতীয় সঙ্গীত’ রক্ষার দাবিতে শতকন্ঠে আমার সোনার বাংলা

by bnbanglapress
A+A-
Reset

 

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘জাতীয় সঙ্গীত’ পরিবর্তনের প্রস্তাবের প্রতিবাদে শতকন্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রবাসীরা। শুক্রবার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। উদীচী শিল্পীগোষ্ঠীর এ আয়োজনে সাংস্কৃতিক কর্মী ছাড়াও শত শত প্রবাসীরা এতে অংশ নেন।
সাম্প্রতি আয়না ঘর থেকে ফিরে আব্দুল্লাহিল আমান আযমীর জাতীয় সংগীত বদলে ফেলার দাবির করলে সারা দেশের মতো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও শতকন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার আয়োজন করেন প্রবাসীরা।

আলিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক সৈয়দ মুহম্মদ উল্লাহ, মুক্তিযোদ্ধা খুরশিদ উল ইসলাম, ওবায়দুল্লাহ মামুন, মুজাহিদ আনসারী, আব্দুল কাদের মিয়া, মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু ও সুব্রত বিশ্বাস।
সমাবেশে বক্তারা বলেন, দেশ ও জাতির বিরুদ্ধে যখনই কোনো আঘাত আসবে, আমরা প্রবাস থেকে তার প্রতিবাদ জানাবো।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী