Home বিনোদন আহমেদ ইমতিয়াজ বুলবুল হাসপাতালে ভর্তি, সুস্থ্যতা কামনায় দোয়া চাইলেন ছেলে

আহমেদ ইমতিয়াজ বুলবুল হাসপাতালে ভর্তি, সুস্থ্যতা কামনায় দোয়া চাইলেন ছেলে

by bnbanglapress
A+A-
Reset

বাংলাপ্রেস ঢাকা: বাইপাস করার কথা বলা হলেও শেষ পর্যন্ত দেশের জনপ্রিয় সংগীত পরিচালক, গীতিকার, সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে সামির আহমেদ। বর্তমানে এই গুণী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন। শনিবার আহমেদ ইমতিয়াজ বুলবুলের হৃদযন্ত্রে দুটি রিং স্থাপন করা হয় বলে জানিয়েছেন সামির। তিনি বাবার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এরআগে শরীরে আটটি ব্লক ধরা পড়ে বলে ফেসবুকে নিজেই জানিয়েছিলেন বুলবুল।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অসুস্থতার খবর জানানোর পর গেল মাসের ১৬ তারিখে তথ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর পক্ষে গুণী এ শিল্পীর বাসায় গিয়ে বিষয়টি অবহিত করেন বলে জানা যায়। সঙ্গে সঙ্গে শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর বুলবুলকে ভর্তি করা হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা বুলবুলের বাইপাস সার্জারি না করে শরীরে রিং পরানোর সিদ্ধান্ত নেন। তারই প্রেক্ষিতে শনিবার বুলবুলের শরীরে দুটি রিং পরানো হলো। গেল মাসে হার্টে ৮টি ব্লক ধরা পড়ার কথা জানিয়ে এই সংগীত শিল্পী জানিয়েছিলেন, আমার হার্টে ৮ টা ব্লক ধরা পড়েছে, এবং বাইপাস সার্জারি ছাড়া চিকিৎসা সম্ভব না। এরই মাঝে কাউকে না জানিয়ে আমি ইব্রাহিম কার্ডিয়াকে-এ সিসিইউ তে চারদিন ভর্তি ছিলাম। আগামী ১০ দিনের মধ্যে আমি আমার হার্টের বাইপাস সার্জারি করাতে প্রস্তুত রয়েছি।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী