Home রাজনীতি নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জনপিয় পার্টি’ আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জনপিয় পার্টি’ আত্মপ্রকাশ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জনপ্রিয় পার্টি (বিপিপি)’। সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে দলটির কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ৩৬ দফার ভিত্তিতে ৬৪ জেলায় কমিটি নিয়ে দলটি আত্মপ্রকাশ করেছে।

এ সময় কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে সিরাজুল ইসলামের নাম ঘোষণা করা হয়। সদস্য সচিব রবিউল আলম।

কমিটিতে ২০ সদস্যের কমিটিতে ১৫ জন যুগ্ম আহ্বায়ক রয়েছেন। তারা হলেন– বকুল হোসেন হৃদয়, শাহীন, স্যামুয়েল দাস, ফরিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ছাদিয়ার রহমান, রেজাউল করিম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, আবু হাসান প্রধান, এ এম মুনতাসীর, আলাউদ্দিন, রহমত আলী, এম এ জলিল, জামাল উদ্দিন রিপন, মনিরুল ইসলাম। সদস্যরা হলেন– খন্দকার ডেভিড লেলিন, আনোয়ার হাসান খোকন, আল আমিন বিশ্বাস।

 

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী