বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জনপ্রিয় পার্টি (বিপিপি)’। সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে দলটির কমিটি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ৩৬ দফার ভিত্তিতে ৬৪ জেলায় কমিটি নিয়ে দলটি আত্মপ্রকাশ করেছে।
এ সময় কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে সিরাজুল ইসলামের নাম ঘোষণা করা হয়। সদস্য সচিব রবিউল আলম।
কমিটিতে ২০ সদস্যের কমিটিতে ১৫ জন যুগ্ম আহ্বায়ক রয়েছেন। তারা হলেন– বকুল হোসেন হৃদয়, শাহীন, স্যামুয়েল দাস, ফরিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ছাদিয়ার রহমান, রেজাউল করিম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, আবু হাসান প্রধান, এ এম মুনতাসীর, আলাউদ্দিন, রহমত আলী, এম এ জলিল, জামাল উদ্দিন রিপন, মনিরুল ইসলাম। সদস্যরা হলেন– খন্দকার ডেভিড লেলিন, আনোয়ার হাসান খোকন, আল আমিন বিশ্বাস।
বিপি/টিআই