বাংলাপ্রেস ডেস্ক: টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজ নির্মাণের মাধ্যমে দর্শকমহলে খ্যাতি লাভ করা তরুণ ও প্রতিভাবান নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে।
এ ঘটনায় জানা গেছে, গুলশান থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে নাট্যনির্মাতা রিংকুকে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম।
পুলিশের এ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, গত ১২ সেপ্টেম্বর দায়েরকৃত একটি হত্যা মামলায় রাফাত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তিনি। তবে থানার বাইরে থাকায় হত্যা মামলার ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি ওসি তৌহিদ ইসলাম।
এদিকে রিংকুকে গ্রেপ্তারের খবরে নাট্যাঙ্গন ফুঁসে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় সর্বস্তরের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা প্রতিবাদ করছেন।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলের মাঝামাঝিতে বাংলাদেশের আইনে নিষিদ্ধ ‘ট্রান্সজেন্ডার’ ইস্যু নিয়ে ‘রূপান্তর’ নির্মাণ করে বিতর্কের সৃষ্টি করেছিলেন নির্মাতা রিংকু। ওই সময় অনেকেই তার এ কাজ নিয়ে সমালোচনা করেছিলেন। ফারহান আহমেদ জোভান অভিনীত এ নাটকটি নানা সমালোচনার মুখে একপর্যায়ে ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়।
বিপি/টিআই