হুমায়ুন কবির,গৌরীপুর,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরের গোবিন্দবাড়ি মন্দিরে বুধবার দিবাগত রাত অনুমানিক ৩.৩০ মিনিটে দূর্গাপুজার জন্য তৈরী প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে গৌরীপুর থানা পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম ইয়াসিন। সে সদর গৌরীপুর ইউনিয়নের গজন্দর গ্রামের হান্নান এর পুত্র।
প্রত্যক্ষ্যদর্শী মন্দির আঙ্গিনার বাসিন্দা গৌবিন্দ চন্দ্র বিশ্বর্শমার নিকট থেকে জানাগেছে রাত ৩.৩০ মিনিটে প্রতিবেশী মহিলা ডলি রানী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠলে বাহিরে গেলে দেখতে পায় কে যেন প্রতিমা ভাংচুর করছে। প্রতিমা ভাঙ্গচুর করছে এমন চিৎকার শুরু করলে গবিন্দ ঘর থেকে বাহিরে এসে দেখে একটি ছেলে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তার পিছনে দৌড়ে গবিন্দ তাকে ঝাপটে ধরে মন্দির আঙ্গিনায় নিয়ে এসে তাকে বেঁধে রেখে রাতেই মন্দির কমিটির নেতৃবৃন্দকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন।
মন্দির কমিটির সাধারন সম্পাদক স্বপন এস জানিয়েছেন খবর পেয়ে মন্দিরে এসে প্রতিমা ভাঙ্গাসহ ধৃত ছেলেকে দেখে গৌরীপুর থানা,উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী কমিশনার(ভুমি),আর্মি ক্যাম্পে মোবাইলে অবগতি করি।
সকালে ঘটনাস্থল গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ,সহকারী কমিশনার ভুমি সুনন্দা সরকার প্রমা, থানার অফিসার ইনচার্জমির্জা মাজহারুল আনোয়ার, উপজেলা জামায়াতের আমির বদরুজ্জামান,বিএনপি নেতা আহাম্মদ তায়েবুর রহমান পরিদর্শদন করেন।
সুষ্ট তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফাতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান
উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি রতন সরকার ও সাধারন সম্পাদক শ্যামল কর। উপজেলা জামাতে ইসলামের আমির বদরুজ্জামান বলে এটা খুবই দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা ঘটেছে। সুষ্ট তদন্ত দাবী করেন তিনি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মাজহারুল আনোয়ার জানিয়েছেন এঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এবং প্রতিটি পুজা মন্দিরে আরো নিরাপত্বা বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ বলেন এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে আরো কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। সকলকেই শান্ত থাকার আহবান জানানো হয়েছে। পুলিশ প্রশাসনকে আসন্ন দুর্গাপুজা উদযাপনে আরো সর্তক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
আসন্ন দুর্গাপুজায় আরো নিরাপত্বা জোরদার করা অনুরোধ করেন হিন্দু ধর্মালম্ভীরা।
বিপি/কেজে