বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের যথাযথ মূল্যায়ন না করতে পারলে ইতিহাস কখনো আমাদের ক্ষমা করবে না।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহের পায়রা চত্বরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকায় সাব্বির ও প্রকৌশলী রাকিবুলকে হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, গত ১৭ বছরে যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগ সেদিন সফল হবে, যেদিন দেশের মানুষের রাজনৈতিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তি মিলবে।
তিনি বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ট ছিলো দেশের মানুষ। জনগণের আন্দোলনে বিদায় নিয়েছে স্বৈরাচার। এ কৃতিত্ব দেশের ছাত্র-জনতার।
নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই মন্তব্য করে তারেক রহমান বলেন, আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের বিকল্প ছিলো না। এ সরকারের প্রতি সমর্থন রয়েছে। এই সরকার যাতে তাদের কাজগুলো করতে পারে তাই তাদের সমর্থন দিতে হবে।
স্বৈরাচার পতনের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী নিরাপদ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তারেক রহমান বলেন, স্বৈরাচারের দোষররা এখনো প্রশাসনে রয়েছে। তারা প্রশাসনে থাকলে দেশে কাঙ্খিত সফলতা আসবে না।
বিপি/টিআই