Home বিনোদন নিউ ইয়র্কে বেবী নাজনীন একক সঙ্গীতানুষ্ঠান সোমবার

নিউ ইয়র্কে বেবী নাজনীন একক সঙ্গীতানুষ্ঠান সোমবার

by bnbanglapress
A+A-
Reset

 

নিজস্ব প্রতিবেদক:  দীর্ঘ ১৫ বছর প্রাণ খুলে গান গাইতে পারেননি যুক্তরাষ্ট্র প্রবাসী জনপ্রিয় সংগীত তারকা বেবী নাজনীন। তাই এবার মন খুলে গান গাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। বেবি নাজনীনের প্রবাসী ভক্তদের উদ্যোগে আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে তার ফ্যানস ক্লাব। এটি আশা গ্রুপ অব কোম্পনিজের একটি উপহার।
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে পরিবার নিয়ে বাস করতেন থাকেন বেবী নাজনীন। এখন একমাত্র ছেলে মহারাজ অমিতাভকে নিয়ে নিউ ইয়র্কের এস্টোরিয়াতে আছেন। ছেলে ইউনিভার্সিটি অব হিউস্টোন থেকে আইটি নিয়ে স্নাতক শেষ করেছেন। ইন্টার্ন করছেন। বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। তবে দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে গাইতে হয়েছে বেবী নাজনীনকে।
বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত তারকা বেবী নাজনীন। আধুনিক সংগীতের সর্বাধিক সংখ্যক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবী নাজনীন তার সংগীত জীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের মঞ্চ মাধ্যম মাতিয়েছেন সমান তালে। মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, ওই রংধনু থেকে, পত্রমিতা, এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত, দু‍‍`চোখে ঘুম আসে না তোমাকে দেখার পর, আমার ঘুম ভাঙাইয়া গেলোরে মরার কোকিলে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, প্রিয়তমা, সারা বাংলায় খুঁজি তোমারে, ও বন্ধু তুমি কই কই রে- এ প্রাণো বুঝি যায় রে- এমন অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে বাংলা গানের ভান্ডার সমৃদ্ধ করেছেন উত্তরবংগের দোয়েল খ্যাত এই সংগীত তারকা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে একক সঙ্গীতানুষ্ঠান সফল করতে একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন আকাশ রহমান (চেয়ারম্যান), গিয়াস আহমেদ (প্রধান উপদেষ্টা), জিল্লুর রহমান জিল্লু (প্রধান সমন্বয়কারী), জসিম ভূইঁয়া (আহবায়ক), মোহাম্মদ কাশেম (সদস্য সচিব) ও রিয়াজ মাহমুদ (যুগ্ম সদস্য সচিব)। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার থাকছেন সাপ্তাহিক সাদাকালো।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী