Home খেলা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন গ্রিজমান

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন গ্রিজমান

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার অ্যান্তোনিও গ্রিজম্যান আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে এই ঘোষণা দিয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা তারকা।

তিনি লিখেছেন, ‘আমি আমার জীবনের অতি গুরুত্বপূর্ণ ও স্মৃতিতে ভরপুর একটি অধ্যায়ের সমাপ্তি টানছি। দুর্দান্ত এই যাত্রার জন্য সকলকে ধন্যবাদ। দ্রুতই দেখা হবে।’

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের অর্থ ৩৩ বছর বয়সী এই প্লে মেকারকে অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে দেশের জার্সিতে দেখা যাবে না। ফ্রান্সের জার্সিতে তার ২০১৪ সালে অভিষেক হয়। এক দশকের ক্যারিয়ারে ১৩৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৪৪টি।

২০১৬ ইউরোর ফাইনাল খেলে ফ্রান্স। পর্তুগালের কাছে সেবার হারলেও ইউরোর গোল্ডেন বুট জেতেন গ্রিজম্যান। ২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপ জিতেছেন গ্রিজম্যান। দলের সেরা ফুটবলার ছিলেন তিনি। ২০২০-২১ মৌসুমে উয়েফা নেশনস লিগ জিতেছেন। ২০২২ সালে কাতারে বিশ্বকাপের ফাইনাল খেলেছে ফ্রান্স। গ্রিজম্যান ছিলেন দলের অন্যতম সেরা পারফর্মার

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী