গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের অপসারন দাবীতে ৩ বৃহস্পতিবার অক্টোবর সকল শিক্ষার্থী ক্লাস বর্জন করেছে।সরেজমিনে গিয়ে জানা গেছে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরফুল হায়দার বিদ্যুত যোগদানের পর থেকে কোনদিন ক্লাস নেয়নি,মাসে একবার এসে সারা মাসের সই করে চলে যায়।কখনো বা মাসের পর মাস মেডিকেল ছুটি দেখিয়ে অনুপস্হিত থাকে,মুক্তিযোদ্বা কোটায় চাকরী করায় সব সময় প্রভাব হুমকি ধামকি,স্কুলে প্রকাশ্যে ধুমপান করে।এসব অভিযোগ একাধিকবার উর্দ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোন সুরাহা হয়নি।তার বিরুদ্বে ৫ সেপ্টেম্বর এলাকাবাসী ও অভিভাবকরা জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করে।
১৮ সেপ্টেম্বর তদন্তে আসলে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও বিক্ষোভ করে।এই সংবাদটি বেশ কয়েকটি পত্রিকা ও অনলাইনে প্রকাশিত হয়।অভিযুক্ত শিক্ষক এতে ক্ষিপ্ত হয়ে দৈনিক জনবানী ও দিনকাল প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল আমিন ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি তানভীর হাসান রানা ও এলাকাবাসী খোকন মিয়ার বিরুদ্বে চাদাবাজি ও মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে গৌরীপুর থানা, প্রেসক্লাব ও সাংবাদিক ঐক্য ফোরামে অভিযোগ দায়ের করে।যাতে স্বাক্ষী করা হয়েছে শরফুলের বড় ভাই মাদকাসক্ত ও হেরোইন ব্যবসায়ী দ্রুপদ ও তার স্ত্রী বুশরা সহ ১জন কে।তা ছাড়া ফেসবুক মৌখিক সামাজিক যোগাযোগ মাধ্যমে আজে বাজে অশালীন মানহানিকর মন্তব্য অব্যহত রেখেছে।এলাকাবাসী ও অভিভাবকরা জানান উক্ত শিক্ষককে বরখাস্ত ও সহকর্মীদর বদলী না করা পর্যন্ত আমরা সন্তানদের স্কুলে পাঠাবনা।আরো জানা গেছে উক্ত স্কুলের দপ্তরী রফিক রাতের বেলায় স্কুলের দোতলায় মাদক ও জুয়ার আসর বসায়।
অভিযুক্ত শিক্ষকের মুঠোফোনে একাধিকবার কল দিলে বন্ধ পাওয়া যায়।অভিযুক্ত শিক্ষক শরফুল হায়দার বিদ্যুত খান্দার সঃ প্রাঃ বিদ্যালয়েও পাঠদান না করে বেতন ভাতা উত্তোলন করেছে।পরবর্তিতে পাছারকান্দা বিদ্যালয়ে এসব কর্মকান্ড করলে সেখানে ঝাড়ু মিছিল করে তাকে বদলী করায়।এ ব্যপারে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা আন্জুমান আরা বলেন আমরা অভিযোগের তদন্ত করে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরন করেছি।
বিপি/কেজে