বাংলাপ্রেস ডেস্ক: দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম ওরফে তামিম (৩৪) হত্যা মামলার আসামি হওয়ায় বিএনপি নেতা রবিউল আলম রবির দলীয় পদ স্থগিত হচ্ছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৪ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
রিজভী জানান, দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা হত্যা মামলার আসামি হিসেবে বিএনপি নেতা শেখ বরিউল আলম রবির নাম আসায় মামলার কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত বিএনপি থেকে তার দলীয় পদ স্থগিত হচ্ছে।
এদিন সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধে সচেতনতা বিষয়ক সংবাদ সম্মেলন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ডেঙ্গু থেকে জনগণের জীবন বাঁচাতে সরকারের তৎপরতা এখনো দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, বর্তমানে দেশে স্বৈরাচারী সরকার ক্ষমতায় নেই। দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই সরকারও ডেঙ্গু প্রতিরোধে কোনো পদক্ষেপ না নেয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বিএনপির জ্যেষ্ঠ এই যুগ্ম মহাসচিব।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে নিহত হন দীপ্ত টিভির কর্মী তানজিল জাহান ইসলাম তামিম। ওইদিন বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে জমির মালিক ও ডেভেলপার কোম্পানি ছাড়াও ভবনের আরও কয়েকজন মালিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরদিন শুক্রবার (১১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি মো. রুহুল কবির খান এ হত্যাকাণ্ডের ঘটনায় ডেভেলপার কোম্পানির কর্ণধার ও বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনসহ হাতিরঝিল থানায় ১৬ জনের নামে মামলার বিষয়ে জানান।
বিপি/টিআই