বাংলাপ্রেস ঢাকা: মন্ত্রীর জামায় গন্ধ বিচার করতে রাজা তলব করেছিলেন বদ্যি, কোটাল, রাম নারায়ণ পাত্রকে। শেষ পর্যন্ত ৯০ বছরের বুড়ো গন্ধ শুঁকে অক্কা না পেয়ে বাহবা পান। কিন্তু দুর্গন্ধের জন্য বিমান অবতরণ? বাস্তবে এমনও কি ঘটতে পারে? সত্যি সত্যিই এমনটাই ঘটেছে বোয়েইং ৭৩৭ বিমানে। এক যাত্রীর গায়ের দুর্গন্ধে প্রায় ওষ্ঠাগত বাকি যাত্রীদের প্রাণ। গন্ধ এতটাই অসহ্য হয়ে উঠেছিল যে মাঝপথে নেদারল্যান্ডসের বিমানবন্দরে অবতরণ করাতে হয় বিমানটিকে। এমনই জানা গিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর প্রতিবেদন থেকে।
বিমানটির গন্তব্যস্থল ছিল গ্র্যান ক্যানারিয়া। বিমানের যাত্রীদের দাবি, লোকটির গা থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছিল। যাত্রীরা তাতে মনে করেন, বেশ কয়েক সপ্তাহ স্নান করেননি সেই ব্যক্তি। তাঁর গায়ের গন্ধে আশপাশের কয়েকজন যাত্রী অজ্ঞান হয়ে যান বলে খবর। কেউ কেউ আবার বমিও করতে শুরু করে দেন। পরিস্থিতি বেগতিক দেখে শেষমেশ বিমানটিকে মাঝপথেই অবতরণ করাতে হয়।
বিমানে যাত্রীর গায়ের দুর্গন্ধ, সহযাত্রীরা অজ্ঞান কেউ করেন বমি !
307