Home প্রবাস আগামী মাস থেকে প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু !

আগামী মাস থেকে প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু !

by bnbanglapress
A+A-
Reset


বাংলাপ্রেস ঢাকা: প্রবাসীদের ভোটার তালিকায় নিবন্ধনের কাজ আগামী মাস থেকে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। মধ্যপ্রাচ্যের একাধিক দেশের প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার মাধ্যমে এ কাজ শুরু করতে চায় ইসি। কিছু দিন আগে কমিশন সভায় প্রবাসীদের ভোটার করা বা ন্যাশনাল আইডি কার্ড প্রদান করা নিয়ে আলোচনা হয়। সেখানে এই সিদ্ধান্ত হয়। আগামী জুলাইয়ের ভেতরে বিদেশ গিয়ে আমরা সেখানে অবস্থিত দুতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার করার প্রক্রিয়া শুরু করব।’

আজ রোববার নির্বাচন কমিশন ভবনে ইসির জাতীয় পরিচয় ও নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এ তথ্য জানান। সাইদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা মধ্যপ্রাচ্যের দুই একটি দেশে এই প্রক্রিয়া শুরু করব। আমাদের কোথায় কী অসুবিধা আছে বা আরো কী কী প্রয়োজন তা আমরা বুঝব। এরপর পর্যায়ক্রমে সব দেশে এক কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র প্রদান এবং ভোটার করার কাজ চলবে।’

এনআইডির মহাপরিচালক আরো বলেন, ‘প্রবাসীদের সুবিধার-অসুবিধার কথা মাথায় রেখে আমরা এই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। বিদেশে বসেই দূতাবাসের মাধ্যমে তারা জাতীয় পরিচয়পত্র পেয়ে যাবে। এই পরিচয়পত্র দেখিয়ে দূতাবাসের যাবতীয় সুবিধা তিনি ভোগ করতে পারবেন। এ ছাড়া দেশে এসেও তিনি কোনো কাজে আটকাবেন না। কারণ তাঁর কাছে ওই পরিচয়পত্র থাকবে।’ তিনি আরো বলেন, ‘আগামী কিছু দিনের ভেতরেই মধ্যপ্রাচ্যের ওই দুই একটি দেশে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল যাবে।

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী