Home আন্তর্জাতিক ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

নোমান সাবিত: যুক্তরাষ্ট্রে অবস্থান করা অবৈধ একদল ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। দেশটিতে থাকার কোনো বৈধ কাগজপত্র ও ডকুমেন্ট নেই বলে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, স্থানীয় সময় গত শুক্রবার এ নিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। তাতে বলা হয়, গত ২২ অক্টোবর একটি চার্টার্ড ফ্লাইটে এসব ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হয়।
কয়েকটি সূত্রের বরাতে সংবাদ সংস্থা এএনআই বলছে, অভিবাসী নীতিতে আরও কঠোর হচ্ছে আমেরিকা ও ভারত। ভারতীয়দের মধ্যে যারা অবৈধ, তাদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা। তাতে সায় রয়েছে ভারত সরকারেরও।
সূত্রটি বলছে, আমেরিকায় থাকা অবৈধ ভারতীয়দের বিশেষ বার্তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে করে সবাই বৈধ অভিবাসী হয়ে যান। সম্প্রতি চার্টার্ড ফ্লাইটে করে অবৈধ একদল ভারতীয়কে দেশে ফেরত পাঠানো তারই ইঙ্গিত। গত কয়েক বছর ধরেই এভাবে পাঠানো হচ্ছে ভারতীয়দের।
আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি থেকে প্রকাশিত বিবৃতিতেও বলা হয়, এই উদ্যোগে ভারত সরকারের সায় রয়েছে। তবে ঠিক কতজনকে এবার আমেরিকা থেকে বের করা হলো, তা উল্লেখ করেনি কোনো দেশই।
জানা যায়, গত জুন থেকে এ পর্যন্ত ১ লাখ ৬০ হাজার অবৈধ অভিবাসীকে দেশ থেকে বের করে দিয়েছে আমেরিকা। এর মধ্যে অনেককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এ জন্য ৪৯৫টি ফ্লাইট পরিচালনা করা হয়। আর এরা সবাই ভারতসহ বিশ্বের ১৪৫টি দেশ থেকে আমেরিকায় গিয়েছিলেন।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী