বাংলাপ্রেস ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহেরান যুদ্ধের দিকে তাকিয়ে নেই, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করনে ইরান। গতকাল রোববার (২৭ অক্টোবর) তিনি এ কথা বলেন। খবর আল আরাবিয়া
মাসুদ পেজেশকিয়ানের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমরা শুধু তাকিয়ে যুদ্ধ দেখ না, দেশ ও জাতির অধিকারে আমরা যুদ্ধ প্রতিরোধ করবো। ইহুদি বাদী আগ্রাসনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’
শনিবার (২৬ অক্টোবর) ভোররাতে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। গত ১ অক্টোবর ইসরায়েলে চালানো তেহেরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এ হামলা চালিয়েছে তেল আবিব। হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড করর্পসের চার কমান্ডার নিহত হয়েছে।
ইসরায়েলের চালানো বিমান হামলায় ইরানের তেমন ক্ষতি হয়নি। কারণ তেহেরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা ঠেকিয়ে দিয়েছে।
গতকাল রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি তার বক্তব্যে বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলাকে অতিরঞ্জিত কিংবা ছোট করে দেখার সুযোগ নেই। তিনি এ হামলাকে ভুল গণনা বলে মন্তব্য করেছেন।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলাকে সুনির্দিষ্ট এবং শক্তিশালী বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, এ হামলার মধ্য দিয়ে ইসরায়েলের সব লক্ষ্য অর্জিত হয়েছে।
বিপি/টিআই