Home আন্তর্জাতিক গুগলকে ২০ বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার জরিমানা

গুগলকে ২০ বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার জরিমানা

by bnbanglapress
A+A-
Reset

 

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বৃহত্তম টেক কোম্পানি গুগলকে অপরিমেয় অর্থ জরিমানা করেছে রাশিয়া। ইউটিউবে রুশপন্থী চ্যানেলগুলোকে ব্লক করার অভিযোগে আরোপ করা জরিমানা পরিশোধ না করায় ২.৫ ডিসিলিয়ন রুবলের বেশি (২-এর পর ৩৬টি শূন্য) জরিমানা করেছে। মার্কিন ডলারের হিসাবে তা দাঁড়ায় ২০ বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন। পরিমাণটি বিশ্বের মোট অর্থনীতির চেয়েও অনেক বড়।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের হিসাব অনুযায়ী, বিশ্বের গ্রস ডোমেস্টিক প্রডাক্ট হলো মোটামুটি ১১০ ট্রিলিয়ন মার্কিন ডলার। গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেটের বাজার মূল্য প্রায় ২ ট্রিলিয়ন ডলার।
রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া তাস চলতি সপ্তাহে জানায়, রাশিয়ার একটি আদালত ইতোপূর্বে গুগলকে বলেছিল, ২০২২ সাল থেকে ব্লক করে দেয়া বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল পুনর্বহাল করতে। আর তা না করা হলে প্রতিদিন এক লাখ রুবল করে জরিমানা হবে। আর জরিমানা পরিশোধ করা না হলে তা প্রতি ২৪ ঘণ্টায় দ্বিগুণ হয়ে যাবে।
এ ব্যাপারে বৃহস্পতিবার সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ স্বীকার করেন, তিনি জরিমানার অঙ্কটি এমনটি ‘উচ্চারণ পর্যন্ত করতে পারছেন না।’ তবে তিনি বলেন, এই জরিমানা প্রতীকী। গুগলের উচিত হয়নি, ওইসব চ্যানেলকে তাদের প্লাটফর্মে স্থান না দেয়া।
অন্যদিকে গুগল জানিয়েছে, তারা তাদের অবস্থানে অটল থাকবে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার হামলার পর দেশটিতে গুগলের কার্যক্রম সীমিত হয়ে পড়ে।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী