Home আন্তর্জাতিক ভোট কেন্দ্র থেকে ট্রাম্পের কর্মীদের বের করে দেয়ার অভিযোগ

ভোট কেন্দ্র থেকে ট্রাম্পের কর্মীদের বের করে দেয়ার অভিযোগ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট শুরু হতে না হতেই অভিযোগ দেওয়া শুরু করেছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির। মঙ্গলবার সকালে প্রথম অভিযোগ করা হয় ফিলাডেলফিয়াতে।

ট্রাম্পের শিবির দাবি করেছে, আদালতের নিযুক্ত চার রিপাবলিকান নির্বাচনী কর্মীকে ফিলাডেলফিয়ার একটি ভোট কেন্দ্র থেকে ‘অবৈধভাবে বের করে দেওয়া হয়েছে।’ পরে অবশ্য তাদের মধ্য থেকে তিন জনকে কেন্দ্রে ফিরিয়ে নেওয়া হয়।

এক বিবৃতিতে প্রচার শিবির বলেছে, ‘এটি একটি অপরাধ এবং প্রতিশ্রুতি অনুযায়ী সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনে এমনটা হওয়া উচিত নয়। এটি জনসাধারণের বিশ্বাসের অগ্রহণযোগ্য লঙ্ঘন এবং ফিলাডেলফিয়ার নির্বাচনের স্বচ্ছতাকে ক্ষুণ্ন করছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা (ডিস্ট্রিক্ট অ্যাটর্নি) ল্যারি ক্রাসনার ও নির্বাচনী কর্মকর্তাদের কাছে অবিলম্বে কাজ করার এবং আমাদের ভোট পর্যবেক্ষকদের আশেপাশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি করছি। রিপাবলিকানদের ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করা পেনসিলভেনিয়ার নির্বাচনের অখণ্ডতা এবং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী