Home বাংলাদেশ যমুনা নদীর রেলসেতুর নাম পরিবর্তনের সিন্ধান্ত

যমুনা নদীর রেলসেতুর নাম পরিবর্তনের সিন্ধান্ত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: যমুনা নদীর ওপর নির্মিত নতুন রেলসেতুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুটি আগামী জানুয়ারিতে উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। তবে এর নতুন নাম এখনও চূড়ান্ত হয়নি। ইতোমধ্যে সেতুর ওপর দিয়ে ট্রায়াল ট্রেন চালানো হয়েছে।

আজ শুক্রবার দুপুরে প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সেতুর নাম পরিবর্তন নিয়ে আলোচনা চলছে, তবে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর কাজ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। যমুনা সেতুর কাছাকাছি, ৩০ মিটার দূরত্বে, নতুন এই রেলসেতুটি তৈরি করা হয়েছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এটি রেল চলাচলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

১৯৯৮ সালে চালু হওয়া যমুনা সেতুর কাঠামোগত সমস্যার কারণে ট্রেনের গতি কমাতে হয় এবং নির্ধারিত স্টেশনগুলোর ট্রেন চলাচলেও অপেক্ষা করতে হয়। বর্তমানে যমুনা সেতু দিয়ে ২০ কিমি/ঘণ্টা গতিতে প্রতিদিন ৩৮টি ট্রেন চলাচল করে। নতুন সেতুটি চালু হলে এসব সমস্যার সমাধান হবে।

সেতুর নাম পরিবর্তনের বিষয়ে তিনি জানান, উচ্চপর্যায়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সম্ভবত উদ্বোধনের আগেই সেতুর নতুন নাম চূড়ান্ত করা হতে পারে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী