Home বিনোদন লোডশেডিংয়ের কারণে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট বন্ধ

লোডশেডিংয়ের কারণে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট বন্ধ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: লোডশেডিংয়ের কারণে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট বন্ধ রয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে আতিফ আসলাম স্টেজে ওঠার পর বন্ধ হওয়া কনসার্টে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংগীত পরিবেশন শুরু হয়নি।

‘ম্যাজিকেল নাইট ২.০’ কনসার্টের মঞ্চে দর্শকদের গান শোনাতে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে স্টেজে ওঠেন জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলাম। রাজধানীর ঢাকায় আর্মি স্টেডিয়ামে কনসার্টের স্টেজে ওঠার পর সংগীত পরিবেশন শুরুর মাত্র ১০ সেকেন্ডের মাথায় বিদ্যুৎ চলে যায়। এই মুহূর্তে প্রিয় গায়কের গান শোনার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

এর আগে ‘ম্যাজিকেল নাইট ২.০’ কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আতিফ।

উল্লেখ্য, আতিফ আসলাম একজন পাকিস্তানি সংগীতশিল্পী হলেও ভারত ও বাংলাদেশে বেশ জনপ্রিয় তিনি। তার জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘তু জানে না’, ‘তেরে বিন’,‘ও লামহে ও বাতে’,‘আদাত’, ‘তেরে সং ইয়ারা’ ইত্যাদি।

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী