Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় বন্যায় ৩ জনের মৃত্যু

মালয়েশিয়ায় বন্যায় ৩ জনের মৃত্যু

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: মালয়েশিয়ার একাধিক রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার দেশটির সরকারের উদ্ধৃতি দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে বলছে, এবারের বর্ষা মৌসুমে গত এক দশকের মধ্যে ভয়াবহ বন্যা হতে পারে।

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় উপদ্বীপে বর্ষা মৌসুমে বন্যা একটি সাধারণ ঘটনা। বিশেষ করে অক্টোবর থেকে মার্চে এ বন্যা হয়ে থাকে। তবে চলতি সপ্তাহের ভারী বৃষ্টির কারণে বহু মানুষকে ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে থাইল্যান্ড সীমান্তে অবস্থিত উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য কেলানটান থেকে অনেক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের ওয়েবসাইটে শুক্রবার সকালে বলা হয়েছে, বন্যায় তিন জনের মৃত্যু হয়েছে এবং ৮০ হাজার ৫৮৯ জন মানুষকে নিরাপদ আশ্রয়ের জন্য সরিয়ে নেওয়া হয়েছে। তাদের জন্য সাতটি রাজ্যে ৪৬৭টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যের মধ্যে রয়েছে কেলানটান এবং তেরেংগানু।

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী