Home আন্তর্জাতিক ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে ভারত ও শ্রীলঙ্কায় ১৯ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে ভারত ও শ্রীলঙ্কায় ১৯ জনের মৃত্যু

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে ভারত ও শ্রীলঙ্কায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জনেরই মৃত্যু হয়েছে শ্রীলঙ্কায়। অপর তিনজন ভারতের। তামিলনাড়ু রাজ্য ও পুদুচেরি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। শনিবার (৩০ নভেম্বর) ঝড়টি বঙ্গোপসাগর থেকে ধেয়ে এসে দুই দেশের উপকূলে আঘাত হানে ঝড়টি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পুদুচেরিতে ৩০ বছরের মধ্যে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় চেন্নাইয়ের কিছু অংশ প্লাবিত হয়েছে। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার শহর থেকে যাত্রা করা ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে রবিবার সকাল থেকে ফ্লাইট চলাচল আবারও শুরু হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওতে দমকা বাতাস ও ভারী বৃষ্টিপাতের সঙ্গে রাস্তাগুলো ডুবে যেতে এবং নৌকা ব্যবহার করে মানুষদের উদ্ধার করতে দেখা গেছে।

পুদুচেরিতে মানুষের জন্য ত্রাণ তৎপরতা চালাচ্ছিল ভারতীয় সেনাবাহিনী।

এদিকে, কলম্বোর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সর্বশেষ তথ্য দেখা গেছে, ভারী বর্ষণে মোট ১ লাখ ৩৮ হাজার ৯৪৪টি পরিবার প্রভাবিত হয়েছে।

এবারের ঝড়ের নাম দিয়েছে সৌদি আরব। ‘ফিনজাল’ একটি আরবি শব্দ। এই শব্দটির অর্থ কাপ বা পেয়ালা।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী