Home বাংলাদেশ মধ্যনগরে উপজেলা বিএনপি ও ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত

মধ্যনগরে উপজেলা বিএনপি ও ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যনগর উপজেলা ও ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়।

আজ ১লা ডিসেম্বর রোজ রবিবার ১২টায় মধ্যনগর খাদ্য গোদামের মাঠে কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির

বিপ্লবী আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন। সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী, তিনি বলেন প্রথমেই সরকারকে আন্দোলন করে পলায়ন করতে বাধ্য করে শহীদ হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছে। তিনি আরও বলেন দেশকে অস্থিতিশীল করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে আমাদের সকলকেই কান খোলা রাখতে হবে, কোন ভাবেই এই সরকারকে ব্যার্থ হতে দেওয়া যাবে না।

বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য নাজির আহমেদ, জেলা রুবেল, আব্দুস সালাম, জেলা বিএনপির সদস্য তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির সদস্য আনসার উদ্দিন, জেলা বিএনপির সদস্য সাবেক ছাত্রনেতা রেজাউল হক, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সদস্য মুনাজ্জিদ হোসেন, জেলা বিএনপির সদস্য নুর আলী, সাবেক সদস্য নজির হোসেনর সহধর্মিণী সালমা নজির, জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুন ওর রশিদ শান্ত, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহনেয়াজ আহমেদ, আবু হায়াৎ, শহিদুল ইসলাম, সহিবুর আলম, ইমানুল গনি প্রমুখ।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী