214
এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) সৈয়দপুর: রবিবার দিবাগত রাত দুইটায় সৈয়দপুরের রাবেয়া মোড়ে অবস্থিত রাবেয়া ফ্লাওয়ার মিলে অভ্যন্তরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ইজাব গ্রুপের এ প্রতিষ্ঠানের ডিজিএম মমতাজুল ইসলাম বলেন, রাত ২টার দিকে লাচ্ছা সেমাই তৈরির কারখানায় এ আগুনের ঘটনা ঘটে। তিনি আরো জানান, অতিরিক্ত গরম সেমাই ও সরঞ্জাম থেকে আগুনের সূত্রপাত। এতে আনুমানিক অর্ধ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
আগুনের খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে।