Home বাংলাদেশ সোনা চোরাচালান চক্রের মূল হোতা জাভেদ আটক

সোনা চোরাচালান চক্রের মূল হোতা জাভেদ আটক

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

রমজান আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক সোনাচোরা চালান চক্রের মূল হোতা কথিত সাংবাদিক জাভেদকে আটক করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ ।

গত শনিবার গভীর রাতে রসুলপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে আটক করা হয় ।জানা যায় ১৬ই আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয় সৈয়দপুরের ধলা গাছ এলাকার জিয়াউল ইসলাম ।

তার কাছ থেকে উদ্ধার হয় বারটি স্বর্ণের বার । ৫ কেজি ৯৮০ গ্রাম ওজনের সোনার বারের মূল্য প্রায় ৬ কোটি টাকা । আটকৃত জিয়াউলের স্বীকারোক্তি অনুযায়ী নতুন বাবু পাড়ার জামিল আখতারের ছেলে জাভেদ আখতার কে রসুলপুর এলাকা তার শ্বশুর বাড়ী থেকে গভীর রাতে আটক করে ঢাকায় নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।

দৃশ্যমান কোন ব্যাবসা না থাকলেও সে নিজেকে বড় ব্যাবসায়ী ও সাংবাদিক পরিচয় দিত। সৈয়দপুরে এই চক্রেে আরও কয়েকজন সদস্য রয়েছে। সঠিক তদন্ত করলে থলের বিড়াল বের হয়ে আসবে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী