Home Uncategorized ফরিদপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

ফরিদপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

by bnbanglapress
A+A-
Reset


ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলার বাইপাস সড়কের আলালপুরের রাস্তার পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম আজাদ খাঁ (৪৫)। তাঁর বাড়ি ফরিদপুর পৌরসভার দক্ষিণ টেপাখোলা এলাকায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম নাসিম জানান, আজাদ খাঁ পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

নিহতের মেয়েজামাই আবদুর রাজ্জাক বলেন, ‘গত তিন দিন আমার শ্বশুর নিখোঁজ ছিলেন। তাঁকে খুঁজে না পেয়ে থানায় জিডি করতে গিয়েছিলাম। আর আজ সকালে বিভিন্ন লোকের কাছে শুনে এখানে এসে দেখি তাঁর লাশ পড়ে আছে।’

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী