Home বাংলাদেশ শুল্ক-কর প্রত্যাহার ও টিসিবির ট্রাক সেল চালুর দাবি নাগরিক কমিটির

শুল্ক-কর প্রত্যাহার ও টিসিবির ট্রাক সেল চালুর দাবি নাগরিক কমিটির

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক কমিটি শুল্ক-কর প্রত্যাহার ও টিসিবির ট্রাক সেল চালুর দাবি করেছে। ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, মোবাইলে ফোনের সিম ব্যবহারের মত নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবাসহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক, কর, ভ্যাট বাড়িয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা দুটি অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানী ঢাকার বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যসচিব আখতার হোসেন লিখিত বক্তব্যে এ দাবি জানান।

তিনি বলেন, সরকারের সদ্য জারি করা অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। এই পদক্ষেপের ফলে মূল্যস্ফীতি ও ব্যবসায়ের খরচ বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মান কমতে পারে।

আখতার হোসেন আরও বলেন, সরকার রাজস্ব আয় বাড়ানোর জন্য করের আওতা বাড়াবে, কিন্তু তা যেন সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি না করে।

তিনি বিগত সরকারের দুর্নীতি ও অর্থ পাচারের কথা উল্লেখ করে বলেন, দেশের অর্থনীতির অবস্থা খুবই দুর্বল এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিম্নগামী। আইএমএফের কাছ থেকে ঋণ সহায়তার শর্ত হিসেবে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে, তবে বর্তমান সরকার আইএমএফের কাছে ঋণের শর্ত পুনর্বিবেচনার আবেদন করেছে কি না তা স্পষ্ট নয়।

জাতীয় নাগরিক কমিটি এ সময় সরকারের কাছে কয়েকটি প্রস্তাব রাখে। সেগুলো হলো-

ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহার করা, টিসিবির ট্রাক সেল চালু করা, প্রত্যক্ষ করের আওতা বাড়ানো, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনা এবং খেলাপি ঋণ আদায় প্রক্রিয়া ত্বরান্বিত করা

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী