Home বিনোদন নিউ ইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডসের আসর বসছে শনিবার

নিউ ইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডসের আসর বসছে শনিবার

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

ইমা এলিস: প্রতিবছরের ন্যায় এবারও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সর্ববৃহৎ বিনোদমূলক অনুষ্ঠান ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস। এ অনুষ্ঠানটি গ্রীষ্মকালে হলেও এবারে দিনক্ষণের কিছুটা পরিবর্তন করে শীত মওসুমে আয়োজন করা হয়েছে। আগামী শনিবার (১৮ জানুয়ারি) ঢালিউড অ্যাওয়ার্ডসের আসর বসছে ফ্লাশিং মিডোস করোনা পার্কের কুইন্স থিয়েটারের মিলনায়তনে। অনুষ্ঠানে অংশ নিতে দেশ-বিদেশের শিল্পী ও কলা-কুশলীরা নিউ ইয়র্কে এসে যোগ দেবেন এ অনুষ্ঠানে। শো টাইম মিউজিক আয়োজিত এবারের অনুষ্ঠানেও থাকবে নতুন চমক।
এবারের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব, পলাশ, অভিনেত্রী সাফা কবির, সাবিলা নূর, স্পর্শিয়া, লামিয়া লাম,খল অভিনেতা মিশা সওদাগর, অমিত হাসান, নায়ক ইমন, ঢাকাই চলচ্চিত্রের শীর্ষস্থানীয় অভিনেত্রী শবনম বুবলি, প্রিয়দর্শিনী মৌসুমী, তরুণ প্রজন্মের হার্ট থ্রব অভিনেত্রী দিঘী, গায়ক সেলিম চৌধুরী, প্রতিক হাসান, বিন্দুকনা, লালন কন্যা লায়লা, প্রবাসী শিল্পী রানো নেওয়াজ, অংকন, জনপ্রিয় উপস্থাপিকা নীল হুরেরজান
শো টাইম মিউজিকের সত্বাধিকারী আলমগীর আলম খান বলেন, ঢালিউডের ২৪তম এ আসর হবে বিশাল আয়োজনে। বিনোদন জগতে এক নতুন বিস্ফোরণের মতো হবে বলে আশা করছেন তিনি। নিউ ইয়র্ক আসছেন ঢালিউডের অধিকাংশ জনপ্রিয় সুপার স্টার। দর্শকের কথা বিবেচনা করে এবারের ঢালিউড অ্যাওয়ার্ডস ফ্লাশিং মিডোস করোনা পার্কের কুইন্স থিয়েটারের মিলনায়তনে হবে বলে তিনি জানান।
তিনি বলেন, বাংলাদেশ এবং বহির্বিশ্ব মিলিয়ে আনুমানিক ৩০ জন তারকা ২৪তম ঢালিউডে যোগ দেবেন বলে তিনি আশাবাদী। ২৪তম ঢালিউড অ্যাওয়ার্ডস পাওয়ার্ড বাই রিভারটেল,  টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোম কেয়ার,  ওয়াশিংটন ইউনিভারসিটি সাইনস এন্ড টেকনোলোজি ও আবাসন ব্যবসায়ী নুরুল আজিম।

এবারের টিকিটের মূল্য সাধারণ গ্যালারি ৫০ ডলার ও ১০০ ডলার। ভিআইপি ২০০ ডলার। সেখানে সহস্রাধিক দর্শকের জন্য থাকছে অনুষ্ঠানটি উপভোগ করার সুযোগ। দেশ থেকে বরেণ্য শিল্পীদের পাশাপাশি প্রবাসের জনপ্রিয় শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানান আলম।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী