Home বিনোদন মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন ডিপজল

মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন ডিপজল

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি গাইবান্ধার তালুকরিফাইতপুর স্টেশন বাদিয়াখালী মরহুমা হাজী জবেদা বেগমের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ হয়েছে।

মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০২৩ সালে। এর কাজ সম্প্রতি শেষ হয়েছে। যা সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন খল-অভিনেতা ডিপজল।

জানা গেছে, মসজিদ নির্মাণ শেষে সেখানে এখন মাদরাসা নির্মাণ করা হচ্ছে। আর মাদরাসা পরিচালনার যাবতীয় সব দায়িত্ব সামলাচ্ছেন েএ খল-অভিনেতা নিজেই।

এদিকে রাজধানী ঢাকার গাবতলীর একসময়ের জনপ্রিয় সিনেমা হল ‘পর্বত’ ভেঙে বহুতল মার্কেটের সঙ্গে আধুনিক সিনেপ্লেক্স তৈরি করছেন ডিপজল। সেখানে এখন বহুতল ভবনের কাজ চলমান রয়েছে।

প্রসঙ্গত, ডিপজল অভিনীত ও প্রযোজিত কয়েকটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন পর্দার দাপুটে এ অভিনেতা।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী