Home আন্তর্জাতিক ভারতে কুম্ভমেলার ১৮ তাঁবুতে অগ্নিকাণ্ড

ভারতে কুম্ভমেলার ১৮ তাঁবুতে অগ্নিকাণ্ড

by বাংলাপ্রেস ডেস্ক
Published: Updated:
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৮টি তাবুতে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভি

অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওই এলাকা থেকে মেলায় আগতদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পরই ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেক্টর ১৯-এর দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় মেলায় মোতায়েন থাকা পুলিশকর্মীরা।

আখড়া থানার ইনচার্জ ভাস্কর মিশ্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, দু’টি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং এর থেকেই তাঁবুতে আগুন ছড়িয়ে পড়ে।

এদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাস্থল পরিদর্শনে সিনিয়র কর্মকতাদের পাঠিয়েছেন।

প্রয়াগরাজে পূর্ণকুম্ভের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ‘মহাকুম্ভ ২০২৫’ থেকে একটি পোস্ট করে অগ্নিকাণ্ডের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। মহাকুম্ভে অগ্নিকাণ্ড সকলকে স্তম্ভিত করে দিয়েছে। (পুণ্যার্থীদের) উদ্ধার এবং ত্রাণের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে প্রশাসন। আমরা মা গঙ্গার কাছে সকলের সুরক্ষা প্রার্থনা করছি।’

গত ১৩ জানুয়ারি থেকে ৪৫ দিনের এই মহাকুম্ভ মেলা শুরু হয়েছে। এতে প্রায় ৭০ লাখ মানুষ অংশ নিয়েছে।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী