Home রাজনীতি নড়াইলের আদালতে খালেদা জিয়ার জামিন না মঞ্জুর

নড়াইলের আদালতে খালেদা জিয়ার জামিন না মঞ্জুর

by bnbanglapress
A+A-
Reset


বাংলাপ্রেস অনলাইন: স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে করা মানহানি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন না মঞ্জুর করেছে নড়াইলের একটি আদালত।  এদিকে,কুমিল্লায় নাশকতার এক মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বেগম জিয়া।

সঠিকভাবে জামিন আবেদন না করায় মঙ্গলবার সকালে শুনানি শেষে এ আদেশ দেন নড়াইলের জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ। গত বুধবার বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জামিনের আবেদন করলে শুনানির জন্য মঙ্গলবার দিন নির্ধারন করেন আদালত।

২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইলের চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম বেগম জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর আদালতে এই মানহানি মামলাটি করেন। ২০১৬ সালের ২৩ আগস্ট খালেদা জিয়াকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। নির্ধারিত সময়ে তিনি আদালতে হাজিরা না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী