Home আন্তর্জাতিক ট্রাম্পের ‘বাইআউট অফার’ গ্রহণ করলেন ৭৫ হাজার ফেডারেল কর্মী

ট্রাম্পের ‘বাইআউট অফার’ গ্রহণ করলেন ৭৫ হাজার ফেডারেল কর্মী

by bnbanglapress
A+A-
Reset

 

ইমা এলিস: ফেডারেল কর্মী সংখ্যা কমানোর ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত কেনাকাটা বা ‘বাইআউট অফার’ গ্রহণ করেছেন প্রায় ৭৫,০০০ ফেডারেল কর্মী। নেওয়া হয়েছে। একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আদালতের রায় ঘোষণার কয়েক ঘণ্টা পর এ বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে শ্রমিক ইউনিয়নগুলোর এই প্রোগ্রাম বাতিলের চেষ্টাকে আদালত প্রত্যাখ্যান করেছে। আদালতের এই সিদ্ধান্ত সরকারের ‘রাস্তার মধ্যে কাঁটা’ বা ফর্ক ইন দ্য রোড নামে পরিচিত কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করার অনুমতি দিয়েছে।
এই বাইআউট অফারের আওতায় সরকারি কর্মচারীদের আট মাসের বেতন ও সুবিধা প্রদান করা হয়েছে যদি তারা ট্রাম্প প্রশাসনের কর্মক্ষেত্রে প্রত্যাবর্তন ম্যান্ডেটের অংশ হতে না চান এবং স্বেচ্ছায় পদত্যাগ করতে রাজি হন। এই সংখ্যা দেশের ২০ লাখ ফেডারেল কর্মীর মাত্র ৩.৭৫ শতাংশ, যা হোয়াইট হাউসের প্রত্যাশিত ৫ থেকে ১০ শতাংশের তুলনায় কম।
সংস্থাটি বুধবার জানিয়েছে,কর্মী ব্যবস্থাপনা অফিস (ওপিএম) আনন্দিত যে আদালত ‘বিলম্বিত পদত্যাগ কর্মসূচি’ বাতিল করার একটি মরিয়া প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন।
এই কর্মসূচিটি খুব যত্নসহকারে পরিকল্পিত ও পর্যালোচিত হয়েছে এবং এটি ফেডারেল কর্মীদের ভবিষ্যতের জন্য উদার সুবিধা প্রদান করে। তবে শ্রমিক ইউনিয়নগুলো কর্মীদের এই ব্যতিক্রমী অফার গ্রহণের ব্যাপারে সতর্ক করেছে।
এই প্রোগ্রামের সঙ্গে সংযুক্ত বেশ কয়েকটি শর্ত কর্মী ব্যবস্থাপনা অফিস-এর দেওয়া প্রতিশ্রুতিগুলোর সঙ্গে সাংঘর্ষিক। যা কর্মচারীরা আসলে কাজে যোগ দিতে হবে কি না, বা তারা বাইরের চাকরির সুযোগ পেতে স্বাধীন থাকবেন কি না তা অনিশ্চিত করে তুলেছে।
উল্লেখ্য, ইলন মাস্কের সহায়তায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা ফেডারেল কর্মীদের ছাঁটাইয়ের পরিকল্পনা এবং যাদের পুরোপুরি বাতিল করা যাবে, তাদের শনাক্ত করতে আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প এ বিষয়ে ওয়াশিংটনের ওভাল অফিসে এক নির্বাহী আদেশে সই করেন।

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, মাস্কের সঙ্গে কাজ করতে বিভিন্ন সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন বৃহৎ আকারে কর্মী কমানোর পরিকল্পনা করে এবং কোনো এক কর্মীকে ছাঁটাইয়ের পর প্রতি চার কর্মীর জন্য একটি নতুন নিয়োগ করতে না পারে। বিভিন্ন সংস্থা এবং আদালত এই পদক্ষেপগুলোর জন্য মাস্ক ও ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মাস্ক এই পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং জানান, তিনি ট্রাম্পের নির্দেশে সরকারের অপচয় কমানোর কাজে নেতৃত্ব দিচ্ছেন।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী