Home প্রবাস কানেকটিকাটের ম্যানচেস্টারে মহিলা সমিতির পিঠা মেলা

কানেকটিকাটের ম্যানচেস্টারে মহিলা সমিতির পিঠা মেলা

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টারে মহিলা সমিতির শীতের পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) ম্যানচেস্টার প্রবাসী বাংলাদেশি মহিলা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত উক্ত পিঠা মেলায় হরেক রকমের বাহারি পিঠা ছাড়াও ছিল মজাদার ও মুখরোচক খাবার।
ম্যানচেস্টারের বাংলাদেশি মহিলা সমিতি প্রতিবছর বনভোজনের আয়োজন করে থাকেন। মাঝে মধ্যে ঘরোয়া পরিবেশে পিঠা মেলা এবং ভর্তা পার্টির আয়োজন করেন। পুর্বের ঘোষণা অনুযায়ী নিজ নিজ বাড়িতে বানানো হরেক রকমের বাহারি পিঠা বানিয়ে রবিবার দুপুরে স্থানীয় কমিউনিটি আক্টিভিষ্ট হাবিবুর রহমানের বাসভবনে ছুটে যান সবাই। সেখানেই মধ্যাহ্নভোজের পর শীতের পিঠার স্বাদ গ্রহণ করেন সবাই। সেখানে কয়েক ঘন্টা ধরে নারী-পুরুষদের গল্প আর আড্ডা চলে।

 

পাশাপাশি পিঠা মেলায় বাহারি শীতের পিঠার পসরায় সাজানো ছিল শীত মৌসুমের পিঠা যেমন-নকশি পিঠা, সাজ পিঠা, ভাপা পিঠা, নারিকেল পুলি, জামাই পিঠা, তেলের পিঠা, লবঙ্গ লতিকা, পাটিসাপটা, চিতই, সমুসা ও মজাদার ঝালের পিঠা।

 

আয়োজকদের মধ্যে ছিলেন মেরুনা খান শম্পা, ফাতেহা চৌধুরী লাকী, শাওন রহমান, মাহমুদা খাতুন হেনা, নাসিমা আহসান, সাফিনা করিম অনু, মিলি, নাজ, কৌশলী ইমা, ইষিতা আজাদ, লাইজু হক, রোজী ও আরফীন

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি।এসএম

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী