Home বিনোদন তাড়াহুড়োয় পোশাক পরতে ভুলে গেলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী !

তাড়াহুড়োয় পোশাক পরতে ভুলে গেলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী !

by bnbanglapress
A+A-
Reset


বাংলাপ্রেস ঢাকা : মা শ্রীদেবী অনেকের কাছেই ছিলেন স্টাইল আইকন। মেয়ে জাহ্নবীও কিছু কম নন। তিনিও ইতিমধ্যেই নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করে ফেলেছেন। কিন্তু সম্প্রতি তাঁর একটি পোশাক নিয়ে তুমুল আলোচনা চলছে সিনে মহলে। কী পোশাক পরেছিলেন জাহ্নবী? কেন তাঁর পোশাক নিয়ে এত আলোচনা?

আসলে জাহ্নবী যে পোশাক পরেছিলেন, তা দেখে পাপারাত্‌জিদের মধ্যে অপটিক্যাল ইলিউশন তৈরি হয়েছিল। যাতে মনে হচ্ছিল, জাহ্নবী টপ পরেছেন। কিন্তু তাঁর নীচে কোনও পোশাক পরেননি! কিন্তু আসল ঘটনা আদৌ তা নয়। জাহ্নবীর টপের নীচে ঢাকা পরে গিয়েছিল তাঁর শর্টস। আর তাতেই ওয়েব অডিয়েন্সের তোপের মুখে পরেছেন তিনি। কেউ লিখেছেন, ‘ও! বেচারি তাড়াহুড়োয় জিনস পরতে ভুলে গিয়েছে।’ আবার কেউ লিখেছেন, ‘কেউ একে কাপড় কিনে দিন।’

 

সমালোচনা যেমন রয়েছে, অন্যদিকে জাহ্নবীর প্রশংসাও করেছেন অনুরাগীদের একটা বড় অংশ। কেউ লিখেছেন, ‘আমার ওর পোশাক পছন্দ হয়েছে।’ কেউ আবার লিখেছেন, ‘ও খুব সুন্দর এবং আকর্ষণীয়।’

এখনও পর্যন্ত ফ্যাশন সেন্স নিয়ে তোপের মুখে পড়েননি জাহ্নবী। এই প্রথম ব্যতিক্রম। যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি শ্রীদেবী-কন্যা।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী