Home খেলা ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে স্টিভেন স্মিথ সর্বোচ্চ ৭৩ ও অ্যালেক্স ক্যারি করেছেন ৬১ রান।

মঙ্গলবার (৪ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্মিথ। ব্যাট করতে নেমে শুরুতেই কুপার কনলির উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এরপর স্মিথকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন ট্রাভিস হেড। ৫০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ভারতের মাথা ব্যাথার কারণ হয়ে ওঠার আগেই হেডকে সাজঘরে ফেরান বরুণ চক্রবর্তী। ৩৩ বলে ৩৯ রান করে আউট হন হেড।

এরপর মার্নাস লেবুশানেকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন স্মিথ। তবে দ্রুতই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। লেবুশানে ২৯ ও জস ইংলিশ ১১ রান করে ফিরে যান। তবে সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন স্মিথ।

দলীয় ১৯৮ রানে ৯৬ বলে ৭৩ রান করে আউট হন স্মিথ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন ক্যারি।

শেষ পর্যন্ত ৪৯ ওভার ৩ বলে ২৬৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ৫৭ বলে ৬১ রান করেন ক্যারি। ভারতের পক্ষে মোহাম্মদ শামি নেন ৩টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : ৪৯.৩ ওভারে ২৬৪/১০ (হেড ৩৯, কন্নোলি ০, স্মিথ ৭৩, লাবুশেন ২৯, ইংলিস ১১, ক্যারি ৬১, ম্যাক্সওয়েল ৭, দার্শিশ ১৯, জাম্পা ৭, এলিস ১০, তানভীর ১*; শামি ১০-০-৪৮-৩, পান্ডিয়া ৫.৩-০-৪০-১, কুলদীপ ৮-০-৪৪-০, বরুণ ১০-০-৪৯-২, অক্ষর ৮-১-৪৩-১, জাদেজা ৮-১-৪০-২)

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/কেজে

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী