Home বাংলাদেশ বিশ্বম্ভরপুর হাজং পল্লীতে ২৩ মার্চ সম্প্রীতি সমাবেশ

বিশ্বম্ভরপুর হাজং পল্লীতে ২৩ মার্চ সম্প্রীতি সমাবেশ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাল্টি পারপাস সেন্টারে অনুষ্ঠিত হযয়েছে। উপস্থাপক শুরুতেই সবাইকে আহ্বান জানান ২৬ মার্চ পিএফজির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। এ দিন সকালে উপজেলা স্মৃতিসৌধে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। পিএফজির সদস্য গোলাপ মিয়ার সভাপতিত্বে ও এ্যাম্বসেডর আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

সভায় জানানো হয়, পিএফজি রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি নিয়ে কাজ করছে। তারই ধারাবাহিতকায় আগামী ২৩ মার্চ উপজেলার কাইতকো ও আশ-পাশের গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগন এবং ধর্মীয় নেতাদের নিয়ে সম্টপ্রীতি সমাবেশের আয়োজন করা হবে।

সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।

পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির এ্যাম্বাসেডর মোর্শেদ মিয়া, নারী এ্যাম্বাসেডর স্বপ্না বেগম, সমন্বয়কারী ফুল মালা, পিএফজি সদস্য মোয়াফিকুল ইসলাম, নাছির উদ্দিন, জুবায়ের আহমদ জোলহাস, সিরাজ খন্দতার, শামসুন নাহার শিলা, মিনহাজ পারিভিন, সিরাজুল ইসলাম, হোসাইন আহমদ, তৃতীয় লিঙ্গের উর্মিলা, ইয়থের সামছুল কবির ও সাগর দেবনাথ প্রমূম।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী