Home আন্তর্জাতিক সাবেক অলিম্পিক স্নোবোর্ডার রায়ান ওয়েডিংকে ধরিয়ে দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা

সাবেক অলিম্পিক স্নোবোর্ডার রায়ান ওয়েডিংকে ধরিয়ে দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা

by bnbanglapress
A+A-
Reset

 

ইমা এলিস: সাবেক অলিম্পিক স্নোবোর্ডার রায়ান ওয়েডিংকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ এফবিআই-এর ১০ মোস্ট ওয়ান্টেড তালিকায় যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) তাকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক পাচার নেটওয়ার্ক পরিচালনা করার অভিযোগ আনা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, তিনি কলম্বিয়া থেকে মেক্সিকো এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়া হয়ে শত শত কিলোগ্রাম কোকেন কানাডা এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য স্থানে পাচার করেছেন।
ওয়েডিং একজন কানাডিয়ান। তিনি ২০০২ সালের শীতকালীন অলিম্পিকে প্রতিযোগিতা করেছিলেন।
এফবিআই-এর লস অ্যাঞ্জেলেস ফিল্ড অফিসের সহকারী পরিচালক আকিল ডেভিস এক বিবৃতিতে বলেন, ওয়েডিং অলিম্পিকের বরফঢাকা ঢালে গুঁড়ো বরফে খেলার জীবন থেকে রাস্তায় কোকেনের গুঁড়ো বিতরণের জীবনে চলে গেছেন।
প্রতিদ্বন্দ্বীদের হত্যার অভিযোগ তাকে অত্যন্ত বিপজ্জনক ব্যক্তিতে পরিণত করেছে এবং তাকে ১০ মোস্ট ওয়ান্টেড ফিউজিটিভ তালিকায় যুক্ত করা এবং স্টেট ডিপার্টমেন্টের বিশাল পুরস্কার ঘোষণা সাধারণ জনগণকে আমাদের সহযোগী হিসেবে নিয়ে আসবে যাতে আমরা তাকে ধরতে পারি। তার আগেই যেন সে আর কাউকে বিপদে ফেলতে না পারে।
এফবিআই কর্মকর্তারা জানিয়েছেন, ওয়েডিং মাদক সম্পর্কিত হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ছিলেন।

ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (DEA) লস অ্যাঞ্জেলেস ফিল্ড ডিভিশনের বিশেষ এজেন্ট ইন চার্জ ম্যাথিউ অ্যালেন বলেছেন, সে ‘এল হেফে’ নামে পরিচিতি পেয়েছে যা এক ভয়ঙ্কর আন্তর্জাতিক মাদক পাচার চক্রের প্রধান হিসেবে তাকে চিহ্নিত করে। এখন তার মুখ থাকবে ‘টপ ১০ মোস্ট ওয়ান্টেড’ পোস্টারে। সে নির্মম, ঠান্ডা মাথার এবং অর্থলোভী। আজকের এই ঘোষণা তার সন্ধানে আরও শক্তিশালী আলো ফেলল।
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়েডিংকে ধরার জন্য তথ্য দিতে পারলে বা তার দোষী সাব্যস্ত হওয়ার জন্য সহায়তা করতে পারলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছেন। এই পুরস্কার এফবিআই-এর আগের ঘোষিত ৫০,০০০ ডলারের পুরস্কারের সাথে যুক্ত হবে যা কানাডা এবং মেক্সিকো সরকারের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে, আন্তর্জাতিক মাদক পাচার চক্র ভেঙে ফেলার লক্ষ্যে। দোষী প্রমাণিত হলে, ওয়েডিংকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।
ওয়েডিংয়ের ডান হাত আরও এক কানাডিয়ান অ্যান্ড্রু ক্লার্ককে গত বছর মেক্সিকো কর্তৃপক্ষ গ্রেফতার করেছিল। ক্লার্ক সেই ২৯ জন পলাতক অপরাধীদের মধ্যে একজন। তাদেরকে অপরাধমূলক কর্মকাণ্ডের বিচারের জন্য গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী