Home বাংলাদেশ কোম্পানীগঞ্জে ইফতার মাহফিল ও মাহে রমজানের আলোচনা সভা

কোম্পানীগঞ্জে ইফতার মাহফিল ও মাহে রমজানের আলোচনা সভা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইফতার মাহফিল ও মাহে রমজানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বিকালে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ক্রীড়া সংগঠন শাপলা ডগি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মাহফিলে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক আলোচক মোল্লা নাজিম উদ্দিন।

ক্লাবের সভাপতি তৌফিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও সেক্রেটারি নুর উদ্দিন নুর্মিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেট্রো হোমসের চেয়ারম্যান ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম,কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, হাজারীহাট আলিম মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা শাহজাহান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইমাম উদ্দিন, চরহাজারী ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এতে এলাকার সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী