বাংলাপ্রেস ডেস্ক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম দাবি করেছিলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রদল জড়িত। তবে তার এ দাবিকে দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে দাবি করলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে ছাত্রদল সভাপতি বলেন, ‘গত ৫ মার্চ জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিশ্বের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাম জড়ানোর একটি দূরভিসন্ধিমূলক প্রবণতা আমরা লক্ষ করছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। ’
তিনি বলেন, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার প্রকৃত বৃত্তান্ত এই যে, বুধবার রাত ১০টার পর সারজিস আলম তার কর্মী-সমর্থকদের নিয়ে বসুন্ধরা এলাকার ঘাট পাড় থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালেয়ের ৮ নম্বর গেটের দিকে আসেন। এ সময় ৮ নম্বর গেটে নর্থ সাউথ বিশ্ববিদ্যালেয়ের শিক্ষার্থীরা আড্ডারত ছিলেন। গেটের সামনে সারজিস আলমের উপস্থিতি দেখে বেসরকারি বিশ্ববিদ্যালেয়ের শিক্ষার্থীরা সারজিস আলমকে উদ্দেশ করে, ‘‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, গুঁড়িয়ে দাও’’ বলে স্লোগান দেন। ’
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘উল্লেখ্য, নবগঠিত জাতীয় গণতান্ত্রিক ছাত্রসংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ণ না করার অভিযোগে উক্ত ছাত্রসংগঠনটির কতিপয় ক্ষমতাশালী নেতা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মধুর ক্যানটিনে সংঘর্ষে জড়িয়েছে। জাতীয় নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্রসংসদের শীর্ষ নেতাদের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক উত্তেজনার কথা দেশের সকল রাজনীতি সচেতন জনগণ অবগত। পূর্বের রেষারেষির জের ধরে সারজিস আলম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। এ সময় সারজিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ’
তিনি বলেন, ‘সারজিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্রসংদের ঢাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চলমান অভ্যন্তরীণ কোন্দল থেকে, কিন্তু দুঃখজনকভাবে সারজিস আলস এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। ’
ছাত্রদল সভাপতি বলেন, ‘সারজিস আলম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালেয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী, দুস্কৃতিকারী ও টোকাই সম্বোধন করে বেসকারি সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপমান করেছেন। আমরা তার এ ঔদ্ধত্যপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই। সারজিস আলমের বক্তব্যে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদাহানি করা হয়েছে। আমরা তার এ বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।’
তিনি বলেন, ‘উল্লেখ্য, ঘটনাস্থলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কোনো কার্যক্রম ছিল না সেদিন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরাও ঘটনাস্থলে ছিলেন না। সারজিস আলমের সাথে ছাত্রদলের কোনো বিরোধ হয়নি। বরং উল্টো সারজিস আলমের শোডাউনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চিহ্নিত আসামি এবং জুলাই-আগস্টের (আন্দলেন) আসামিদের দেখা গেছে। এভাবেই জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্রসংগঠনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে। আমরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনের নিন্দা জানাচ্ছি। ’
ছাত্রদল সভাপতি আরও বলেন, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সারজিস আলমের বিরোধে ছাত্রদলের কোনো নেতাকর্মী ছিলেন কি না, আমরা পর্যালোচনা করে দেখছি। তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। যদি ছাত্রদলের কারও অসাংগঠনিক সংশ্লিষ্টতা থেকে থাকে, তাহলে আমরা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একইসাথে বেসরকারি বিশ্ববিদ্যলয়ের সাথে ঘটা ঘটনার দায় চাপানোর কৌশলের বিরুদ্ধে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ’
সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘আমরা ইদানীং লক্ষ করছি, বাংলাদেশের কোনো শিক্ষাঙ্গণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই সাথে সাথেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাম জড়িয়ে অনাকাঙ্ক্ষিতভাবে সংবাদ পরিবেশন করা হচ্ছে। অথবা আমরা দেখেছি যে বিভিন্ন মহল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাম সেখানে ব্যবহার করা হচ্ছে এবং গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে একটি ইতিবাচক রাজনীতির প্রচলন করেছে। ’
তিনি বলেন, ‘বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিকে যে রকম ইতিবাচকভাবে গ্রহণ করছে, তার বিপরীতে আমরা দেখছি বাংলাদেশের কিছু সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এ রকম ইতিবাচক রাজনীতিকে বিভ্রান্তি করার জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে-বেনামে বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে। ’
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে