Home আন্তর্জাতিক নিউ জার্সিতে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত

নিউ জার্সিতে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউয়ার্ক শহরের এক গোয়েন্দা পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পুলিশের সঙ্গে একদল দুর্বৃত্তের গুলি বিনিময় হয়েছিল বলে প্রসিকিউটররা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ২৬ বছর বয়সী জোসেফ অ্যাজকোনা নিউয়ার্ক পুলিশ বিভাগের পাঁচ বছরের অভিজ্ঞ গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ছিলেন। ওই ঘটনার সময় তিনি গুলিবিদ্ধ হন এবং কয়েক ঘণ্টা পর হাসপাতালে মারা যান। অন্য এক পুলিশ কর্মকর্তা এবং এক সন্দেহভাজনও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছেন এসেক্স কাউন্টির প্রসিকিউটর থিওডোর স্টিফেনস।
শনিবার এক সংবাদ সম্মেলনে স্টিফেনস বলেন, শুক্রবার সন্ধ্যা ৬:৩০ মিনিটের দিকে পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্রের তদন্ত করছিল তখনই গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
স্টিফেনস আরও জানান, ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট আরও চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ১৪ বছর বয়সী সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছে। তবে তার আঘাত প্রাণঘাতী নয়।
এসেক্স কাউন্টির শেরিফ আমির জোনস শনিবার এক বিবৃতিতে বলেন, ‘প্রতিদিন আইন প্রয়োগকারী কর্মকর্তারা তাদের প্রিয়জনদের বিদায় জানিয়ে আমাদের সমাজের নিরাপত্তা ও সুস্থতার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেন।
তিনি আরও বলেন, ‘গত রাতের এই ভয়াবহ ঘটনা একটি পরিবার, একটি সম্প্রদায় এবং আইন প্রয়োগকারী সংস্থার ভাই-বোনদের শোকে আচ্ছন্ন করে দিয়েছে। তাদের জীবনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী