Home আন্তর্জাতিক মা আইসক্রিম খেয়ে ফেলায় পুলিশ ডাকল ৪ বছরের শিশু

মা আইসক্রিম খেয়ে ফেলায় পুলিশ ডাকল ৪ বছরের শিশু

পুলিশ অফিসারদের চমকপ্রদ উপহার

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

ইমা এলিস: যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের এক ৪ বছর বয়সী ছেলে এতটাই মন খারাপ করেছিল, যখন তার মা তার আইসক্রিম খেয়ে ফেলেন। সে পুলিশকে ফোন করে বসে। গত সপ্তাহে রাসিন কাউন্টিতে ৯১১ নম্বরে ফোন করে ছেলেটি পুলিশের কাছে অনুরোধ জানায় যেন তার মাকে গ্রেপ্তার করা হয়।
ছেলেটি ডিসপ্যাচারকে বলল ‘আমার মা খারাপ আচরণ করছে’। ঠিক আছে, কী ঘটছে? ডিসপ্যাচার জানতে চাইলেন। ছেলেটি জবাব দিল ‘এসে আমার মাকে নিয়ে যান’।
ঠিক তখনই তার মা ফোন হাতে নেন এবং ডিসপ্যাচারকে বলেন, ‘এই ছোট্ট ছেলেটা ফোন হাতে নিয়ে ফেলেছে, ও মাত্র ৪ বছর বয়স’। এরপর তিনি ব্যাখ্যা করেন, ‘আমরা ওকে ধরতে চেষ্টা করছিলাম কারণ ও বলছিল যে ও ৯১১-এ ফোন করবে’।
ছেলেটি তৎক্ষণাৎ বলে ওঠে না, আমি পুলিশকে ফোন করেছি, আর আমি শুধু বলেছি যেন এসে আমার মাকে নিয়ে যায়। ‘আমি শুধু বলেছি যেন ওকে জেলে পাঠায়। তাই আমাকে বিরক্ত করো না’!
মা উত্তর দিলেন ‘আমি ওর আইসক্রিম খেয়ে ফেলেছি, তাই বোধহয় ও ৯১১-এ ফোন করেছে’।
পুলিশ সতর্কতা হিসেবে ছেলেটির বাড়িতে যায়, নিশ্চিত হতে যে সেখানে কোনো গুরুতর কিছু ঘটছে কি না। কিন্তু যখন অফিসাররা সেখানে পৌঁছায়, তখন ছেলেটি জানায় যে সে তার সিদ্ধান্ত বদলেছে, সে আর মাকে জেলে পাঠাতে চায় না, শুধু আইসক্রিম চাই।
পরদিন পুলিশ অফিসাররা একটি চমকপ্রদ উপহার নিয়ে ফিরে আসে ছেলেটির জন্য তারা আইসক্রিম নিয়ে আসে!

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী