Home বাংলাদেশ সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ.লীগ নেত্রী পিয়া গ্রেপ্তার

সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ.লীগ নেত্রী পিয়া গ্রেপ্তার

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: পাবনা জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক, ঈশ্বরদী পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর কন্যা মাহজেবিন শিরিন পিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহীদ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে ১০(৮) ২৪ নম্বর মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, পিয়ার স্বামী ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু কারাগারে রয়েছেন। তাকে গত ৩০ ডিসেম্বর ঢাকা থেকে গ্রেফতার করে ঢাকা তেজগাঁও থানা পুলিশ।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/টিআই

 

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী