নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় বাংলাদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাযাহ আনবারের রহস্যজনক মৃত্যু নিয়ে প্রবাসীদের মাঝে শুরু হয়েছে নানান গুঞ্জন। গত দু’দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে নাযাহ’র যুক্তরাষ্ট্রের ভিসাযুক্ত ছবি। আটলান্টা প্রবাসী বাংলাদেশিরা কেউ তার মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি। ২০২৩ সালে নাযাহ শিক্ষার্থী ভিসায় আটলান্টার সাউদার্ন ইউটাহ ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে পড়তে আসেন। তার আকস্মিক মৃত্যুর খবরে প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, ২০২৩ সালে শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসার পর অনলাইন দাবা খেলায় অংশ নেন নাযাহ আনবার। এ সময় মার্কিন নাগরিক ডেভিড উ বেকওয়াই নামে এ যুবকের পরিচয় হয় নাযাহ’র। চলতি বছর ফেব্রুয়ারিতে উভয়ে পছন্দ ও সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে সংসারে নেমে আসে চরম অশান্তি। গত ৮ মে ডেভিড বাংলাদেশে নাযাহ’র বাবাকে ফোন করে জানায় অতিরিক্ত মদ্যপানে নাযাহ অসুস্থ পড়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আবার ফোন করে জানান সে মারা গেছে। ডেভিড নাযাহ’র পরিবারকে সঠিক কোন তথ্য ও তার মরদেহ দেশে ফেরত পাঠানোর জন্য সহযোগিতা করেনি। এখানে নাযাহ’র বাবার পরিচিত এক ব্যক্তি ডেভিডের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে পুলিশের কাছে উল্টো তাকে হয়রানির অভিযোগ করেন ।
মৃত্যুর এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত নাযাহ’র তার মৃত্যুর কারণ ও মরদেহ কোথায় আছে সে কাউকেই জানায়নি। নাযাহ’র স্বামী ডেভিডের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে নানা রহস্য। মঙ্গলবার ফেসবুকে নাযাহ’র মৃত্যু সংক্রান্ত খবর ও ছবি ভাইরাল হয়ে যুক্তরাষ্ট্র প্রবাসীদের হাতে পৌঁছে।
একটি সূত্র জানায়, মৃত নাযাহ’র দেশের বাড়ি ঢাকার মিরপুরে। তার বাবার নাম জাকিউর রহমান। জর্জিয়ার আটলান্টার সাউদার্ন ইউটাহ ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে ২০২৩ যুক্তরাষ্ট্রে আসেন নাযাহ আনবার।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম