বাংলাপ্রেস ডেস্ক: ২০২৪ সালে তিন ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কত্ব পান নাজমুল হোসেন শান্ত। শুরুতে এক বছরের জন্য বাঁহাতি এই ব্যাটারকে নেতৃত্বভার তুলে দিলেও পরে তা বাড়িয়ে চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাড়ানো হয়েছিল।
কিন্তু শান্ত আগেই জানিয়েছিলেন, টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবেন না। তাই সেই পদ থেকে সরে দাঁড়ান তিনি। তার জায়গায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে।
তবে টেস্ট এবং ওয়ানডেতে পাকাপাকিভাবে অধিনায়ক হিসেবে একজনের নাম ঘোষণা করাটা বাকি ছিল। অবশেষে সেটাও জানিয়ে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্টে আরও এক বছর অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে শান্তকে।
চলতি মাসে পূর্নাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। আসন্ন শ্রীলঙ্কা সফরের দুই টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি। সেই দলে অধিনায়ক হিসেবে আছেন শান্ত। তার ডেপুটি করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
বিসিবির প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে আরও এক বছর থাকছেন, যে দায়িত্ব তিনি ২০২৪ সালে পেয়েছিলেন। মেহেদী হাসান মিরাজ সহ-অধিনায়কের দায়িত্ব চালিয়ে যাবেন। এই জুটি আগের মৌসুমে টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছিল, এরাই দায়িত্বে বহাল থাকবেন।’
শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ। ১৭ জুন গলে মাঠে গড়াবে প্রথম টেস্ট। ২৫ জুন কলম্বোতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই