Home বিনোদন চিত্রনায়িকা তানিন সুবহা মারা গেছেন

চিত্রনায়িকা তানিন সুবহা মারা গেছেন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ তানিন সুবহা মারা গেছেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সাংবাদিক রঞ্জু সরকার। তবে তিনি পরে আবার জানিয়েছেন, ডাক্তাররা অফিসিয়াল ভাবে এখনও তানিন সুবহাকে মৃত ঘোষণা করেনি। জানা গেছে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে ঘোষণা আসতে পারে।

গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

 

গত সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ধানমন্ডির হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাখা হয়েছে লাইফ সাপোর্টে। চিকিৎসকদের ভাষ্য ছিল, তার অবস্থা সংকটাপন্ন এবং যেকোনো সময় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার প্রয়োজন হতে পারে।

এর আগে সোমবার রাতেই অসুস্থ হয়ে পড়লে প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে ফেরার কিছু সময়ের মধ্যেই পুনরায় অসুস্থ হলে বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ধানমন্ডির বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে তানিন সুবহা কাজ করেছেন নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে। পাশাপাশি নিজস্ব সৌন্দর্যচর্চা কেন্দ্রও পরিচালনা করে আসছিলেন।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/কেজে

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী