তৌফিক ইসলাম: বাবা—এই একটি শব্দেই লুকিয়ে থাকে ভালোবাসা, ত্যাগ আর নিরাপত্তার বিশাল এক ছায়া। আমাদের জীবনে মা যেমন স্নেহের প্রতীক, বাবা তেমনি এক নিঃশব্দ সাহস ও শক্তির উৎস। তিনি হয়তো আমাদের যত্ন নেওয়ার কথা খুব বেশি বলেন না, কিন্তু জীবনের প্রতিটি ধাপে তিনি আমাদের জন্য দাঁড়িয়ে থাকেন একজন অদৃশ্য বর্মের মতো।
আমার বাবা একজন খুবই পরিশ্রমী মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত পরিবারের সবার প্রয়োজন মেটাতে নিরলসভাবে কাজ করে যান। তাঁর মুখে কখনও ক্লান্তির ছাপ দেখি না, যদিও জানি—তিনি অনেক কষ্টে আছেন। তিনি আমাদের সাফল্যে খুশি হন, ব্যর্থতায় সাহস দেন। বাবা কখনো কখনো কঠোর মনে হলেও, সেই কঠোরতার মাঝেই লুকিয়ে থাকে গভীর ভালোবাসা।
বাবার কাছ থেকে আমি শিখেছি জীবনের অনেক মূল্যবান শিক্ষা—সততা, দায়িত্ববোধ, সময়ের মূল্য এবং মানুষকে সম্মান করা। তাঁর জীবন সংগ্রাম আমাকে সবসময় অনুপ্রাণিত করে। তিনি আমার চোখে একজন নীরব নায়ক, যিনি নিজের স্বপ্নগুলো ত্যাগ করে আমাদের স্বপ্ন পূরণে সহায়তা করেন।
আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আমার বাবা। তাঁর ভালোবাসা, ত্যাগ ও আদর্শ সারাজীবনের পথ চলায় আমার চালিকাশক্তি হয়ে থাকবে। পৃথিবীর সব বাবার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে