Home বাংলাদেশ সুনামগঞ্জ-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী যারা

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী যারা

by বাংলাপ্রেস ডেস্ক
Published: Updated:
A+A-
Reset

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি : আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ উদ্যোগে ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা সহ ৪টি উপজেলায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নির্বাচনী এলাকায়। কে হবেন, দলীয় প্রার্থী, এই নিয়ে প্রতিযোগিতা চলছে। এতে করে দলীয় কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। ব্যানার, প্রেস্টুন, ভক্ত বৃন্দারা নিজ নিজ পচন্দের মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে দৃশ্যমান স্থানেঝুলিয়ে রেখেছেন। রাস্তার মোড়ে, বাজার ও স্টাল গুলোতে দেখতে পাওয়া যায়। সুনামগঞ্জ-১ আসনের ভোটারে সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৬ শত ৯৫ জন, এতে নারী ২ লক্ষ ২৭ হাজার ৭ শত ১ জন, পুরুষ ২লক্ষ ৩৪ হাজার ৮ শত ৮৯ জন, হিজরা -৫ টি ভোট রয়েছে। আসাম রাজ্যের গারো পাহাড়ের পাদ দেশে সুনামগঞ্জ-১ আসন অবস্থিত। হাওর বাওর, নদী নালা,খাল-বিল নিয়ে গঠিত ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা।

সুনামগঞ্জ-১ (২২৪) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যারা মনোনয়ন প্রত্যাশী বলে শোনা যাচ্ছে তারা হলেন-সুনামগঞ্জ-১ আসনের ধানের শীর্ষের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জামালগঞ্জের কৃতি সন্তান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক(সিলেট বিভাগ) বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ ও সাবেক সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের নেতা, মাটি ও মানুষের নেতা, জননেতা, মাহবুবুর রহমান সরকার। সুনামগঞ্জ- ১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিভিন্ন উপজেলায়, ইউনিয়ন সহ তৃণমূল ওয়ার্ডে গিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জ-১ আসনের ধানের শীর্ষের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তাহিরপুরে কৃতি সন্তান, তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাটি ও মানুষের নেতা, জননেতা আনিসুল হক। সুনামগঞ্জ- ১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিভিন্ন উপজেলায়, ইউনিয়ন সহ তৃণমূল ওয়ার্ডে গিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সুনামগঞ্জ-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তাহিরপুরের কৃতি সন্তান, সুনামগঞ্জ জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, মাটি ও মানুষের নেতা, জননেতা, কামরুজ্জামান কামরুল। সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিভিন্ন উপজেলায়, ইউনিয়ন সহ তৃণমূল ওয়ার্ডে গিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সুনামগঞ্জ ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জামালগঞ্জের কৃতি সন্তান, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি,ও জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, মা মাটি ও গণমানুষের নেতা, ভাঁটি বাংলার কৃতি সন্তান, ব্যারিষ্টার হামিদুল হক আফিন্দী লিটন। সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিভিন্ন উপজেলায়, ইউনিয়ন সহ তৃণমূল ওয়ার্ডে গিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সুনামগঞ্জ-১ আসনের ধানের শীর্ষের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ধর্মপাশার কৃতি সন্তান, ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাটি ও মানুষের নেতা, জননেতা আব্দুল মোতালেব খান। সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিভিন্ন উপজেলায়, ইউনিয়ন সহ তৃণমূল ওয়ার্ডে গিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।সাবেক এমপি নজির হোসেন এর সহ ধর্মীনী সালমা নজির প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, সুনামগঞ্জ- ১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিভিন্ন উপজেলায়, ইউনিয়ন সহ তৃণমূল ওয়ার্ডে গিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তারা গত রমজানের আগ থেকেই বিভিন্ন স্থানে পথ সভা, মিছিল মিটিং ও নির্বাচনী সভা সমাবেশ, প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। রমজানে ৪টি উপজেলার ২৩টি ইউনিয়নে উঠান বৈঠক, আলোচনা সভা, কর্মী সমাবেশ, পথ সভা করেন। জানাযায়, জাতীয়তাবাদী দল বিএনপির ৬ প্রার্থীর মাঝে ৪ জনেই কারা নির্যাতিত নেতা। তারা আওয়ামীলীগের সময়ে বিভিন্ন মামলা মোকদ্দমায় দীর্ঘদিন কারাভোগ করেছেন। বিএনপির ৫ জন মনোনয়ন প্রত্যাশী ছাড়া অন্য কোন মনোনয়ন প্রত্যাশীর নাম জানাযায়নি। চলছে জনমতের প্রতিযোগিতা কেউ কারও চেয়ে কম নয়, সমান ভাবে তালমিলিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/কেজে

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী